(১৪/১২/২০১৪)ঃ আজ ১৪ ডিসেম্বর বিন¤্র শ্রদ্ধা আর ভালোবাসায় মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। আজ রোববার সকালে শোক র্যালী বের করা হয়। র্যালি ক্যাম্পাস প্রদক্ষিন শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। স্বাধীনতা চত্বরের স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড. আল- নকীব চৌধুরী মহোদয়। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্র ছাত্রীরা। স্বাধীনতার জন্য আত্মদানকারী বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আলোচনা সভায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আল-নকীব চৌধূরী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীরা মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন। বাংলাদেশের অভ্যুদয়ে রেখেছেন গুরুত্বপূর্ন ভূমিকা। তাই পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশের দোসররা বাঙালীকে মেধাশূন্য করার জন্য দেশের শ্রেষ্ঠ সন্তানদের বিজয়ের একদিন আগে হত্যা করে। ন্যাক্কার জনক এই হত্যাকান্ডে জড়িতদের বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা দরকার। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।
প্রক্টর আওয়াল কবির জয়ের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ড. মোঃ হাবিবুল্লাহ। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আব্দুল আলীম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান, রাশেদ কবির, আবু সুফিয়ান,হাসিবুর রহমান , নুরে আলম, কিসলু নোমান, কর্মকর্তাদের মধ্যে বিজন কুমার ব্রহ্ম, কামরুল হাসান, হাফিজুর রহমান মোল্লা, ফজলে রাব্বি, ফারুক হোসেন চৌধূরী, রফিকুল ইসলাম প্রমুখ। #
বার্তা প্রেরক
(মোঃ ফারুক হোসেন চৌধুরী)
সহকারী পরিচালক, জনসংযোগ দপ্তর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মোবাইল-০১৭১১৯৪২২১২
ইমেইল-pro_pstu@yahoo.com