(১৩/০৯/২০১৪) বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে। এর ফলে বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের গ্রীস্মকালীন ছুটির সময়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তির মাধ্যমে শিক্ষা সহায়তা দেয়ার পাশাপাশি ক্লাসও নেবেন। আবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের সুযোগ পাবেন।
ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রনে গত ০২ সেপ্টেম্বর থেকে ০৫ সেপ্টেম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আল-নকীব চৌধুরী মহোদয় বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনে গেলে দুই দেশের দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এক মাইলফলক স্থাপিত হলো। এছাড়া লন্ডনের মেরি কুইন বিশ্বদ্যিালয়ও পরিদর্শন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়। এদিকে তুর্কিশ কেমিক্যাল সোসাইটির আমন্ত্রনে ‘৫ম ইউসিমস কেমিষ্ট্রি কংগ্রেস’ এর গত ৩০ আগষ্ট থেকে ০১ সেপ্টেম্বর দুইদিনব্যাপী এক সেমিনারে প্রফেসর ড. আল-নকীব চৌধুরী বিশেষ বক্তা হিসেবে অংশ গ্রহন করেন। তুরস্কের ইস্তামবুলের এই সেমিনারের উদ্যোক্তা প্রতিষ্ঠান হলো সারা বিশ্বের সবচেয়ে প্রেষ্টিজিয়াস বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান ‘ইউরোপিয়ান এসোসিয়েশন ফর কেমিকেল এন্ড মলিকুলার সায়েন্স।’ #
বার্তা প্রেরক
(মোঃ ফারুক হোসেন চৌধুরী)
পাবলিক রিলেশন অফিসার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মোবাইল-০১৭১১৯৪২২১২
ইমেইল-
This is a milestone for PUST in the education networking world. By this way we have to develop more MOU respective department to department, University to University, respective department to professional organizations etc. Congratulations and heart-full thanks to Professor Dr. Al-Nakib sir to become our lighthouse of PUST family.