(২২/০৩/২০১৫)ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা ,সাবেক সংসদ সদস্য, প্রবীন আইনজীবী, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আল-নকীব চৌধুরী মহোদয়। এক শোক বার্তায় ভিসি মহোদয় বলেন, অ্যাডভোকেট আমজাদ হোসেনে ছিলেন সৎ, আদর্শবান রাজনীতিবীদ, আইনজীবী হিসেবে অনুকরনীয়। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। তার মৃত্যুতে বাংলাদেশ হারালো এক আদর্শবান নেতাকে। ভিসি মহোদয় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন।#
বার্তা প্রেরক
(মোঃ ফারুক হোসেন চৌধুরী)
সহকারী পরিচালক
জনসংযোগ দপ্তর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
০১৭১১-৯৪২২১২