Monthly Archives: February 2015

পাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এবং কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন

rally inauguration

(২১-০২-২০১৫)ঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। একুশের প্রথম প্রহরে প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আল- নকীব চৌধুরী মহোদয়। এর পরপরই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পাশেই কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপাচার্য মহোদয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য মহোদয় বলেন, ১৯৫২ সালে এদেশের ছাত্রযুবক বুকের তাজা রক্ত দিয়ে বাংলাভাষাকে মায়ের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। পৃথিবীতে মাতৃভাষার দাবীতে এভাবে রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার ইতিহাস আর নেই। সেই আন্দোলনই ছিলো বাঙালীর স্বাধীকার আন্দোলনের সোপান। সেই পথ ধরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ। শোক আর গৌরবের দিনটি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারাবিশ্ব দিনটি পালন করে। ৫২এর শহীদদের ত্যাগ মনে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এসময় প্রক্টর আওয়াল কবির জয়, ছাত্র উপদেষ্টা ড. মো: হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডীন ও শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, বিজনেস ষ্টাডিজ অনুষদের ডীন মো: কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. মীর খালেদ ইকবাল চৌধুরী ,শিক্ষক রাশেদ কবির, ড. আব্দুল আলীম, ড. ওমর ফারুক, কিসলু নোমান, নুর আলম, কর্মকর্তা বিজন কুমার , গোলজার হোসেন, সোহরাব হোসেন, কামরুল হাসান, হাফিজুর রহমান মোল্লা, ফজলে রাব্বী, ফারুক হোসেন চৌধুরীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
( মোঃ ফারুক হোসেন চৌধুরী )
সহকারী পরিচালক
জনসংযোগ দপ্তর
পাবনা বিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়।
০১৭১১-৯৪২২১২