Monthly Archives: January 2015

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন

(০৪-০১-১৫)ঃ আজ ১২ রবিউল আওয়াল রোববার, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এই রহমতময় দিনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করা হয়েছে। জোহর নামাজের আগে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও স্থানীয় মুসল্লীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আল-নকীব চৌধুরী মহোদয় মসজিদ উদ্বোধন করেন। এরপর মোনাজাত করা হয়। এসময় সংক্ষিপ্ত এক বক্তব্যে মাননীয় ভিসি মহোদয়, মুসল্লীদের মহানবী ( সা.) এর জীবনাদর্শন অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যানে ব্রত হওয়ার আহবান জানান। এসময় প্রক্টর আওয়াল কবির জয়, ছাত্র উপদেষ্টা ড. মো: হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডীন ও শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, বিজনেস ষ্টাডিজ অনুষদের ডীন মো: কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. মীর খালেদ ইকবাল চৌধুরী ,শিক্ষক রাশেদ কবির, ড. ওমর ফারুক, কিসলু নোমান, নূরে আলমসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক কর্মকর্তা ,কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এরপর মসজিদে জোহর নামাজ আদায় করেন মুসল্লীরা। নামাজ শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।#

বার্তা প্রেরক
( মোঃ ফারুক হোসেন চৌধুরী)
সহকারী পরিচালক
জনসংযোগ দপ্তর
পাবনাবিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়।
০১৭১১-৯৪২২১২