![]() |
![]() |
(২৭-১২-১৪)ঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার থেকে পাঁচ দিনব্যাপী অন্তঃবিশ্ববিদ্যালয় আইটি ফেয়ার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আইটি ফেয়ার’এর আয়োজক। আজ শনিবার সকাল ১১ টায় ফিতা কেঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান কিসলু নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, তথ্য প্রযুক্তি গত পাঁচ বছরে ব্যাপক পরিবর্তন এনেছে। তথ্য প্রযুক্তি আমাদের চিন্তা, চেতনা, ভাবনা ও মননে আমূল পরিবর্তন এনেছে। জ্ঞান বিজ্ঞানের উন্নতি সাধনের জন্য তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যেমে শিক্ষা, চিকিৎসা, বিনোদন, জ্ঞানার্জন এমনকি দারিদ্র্য বিমোচন করাও সম্ভব। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের সৎ, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুললে তারাই দেশ বদলে প্রধান ভূমিকা পালন করবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল-নকীব চৌধুরী মহোদয় বলেন, আমাদের দেশের মানুষ নতুন নতুন প্রযুক্তিকে সহজভাবে গ্রহণ করছে। এর সুফল আমরা পেতে শুরু করেছি। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি সারা প্রথিবীতে ছড়িয়ে দিতে হবে। দেশ ও মানুষের উন্নতির জন্য বিজ্ঞানের জ্ঞান অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন সাইফুল ইসলাম, প্রক্টর আওয়াল কবির জয় ও ছাত্র উপদেষ্টা ড. মোঃ হাবিবুল্লাহ।
মেলায় ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী জিনিসগুলো প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। মোট ৩৭টি ষ্টল বসেছে। মন্ত্রী মহোদয়সহ অতিথিরা মেলা পরিদর্শন করেন। মেলায় সফ্টওয়্যার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং কনটেস্ট, হার্ডওয়্যার ও ইন্টার ফেসিং, অ্যাপস ডেভেলপমেন্ট, গেমিং কনটেস্ট, গণিত অলিম্পিয়াড বিষয়গুলো প্রদর্শন করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। #
বার্তা প্রেরক
( মোঃ ফারুক হোসেন চৌধুরী)
সহকারী পরিচালক
জনসংযোগ দপ্তর
পাবনাবিজ্ঞানওপ্রযুক্তিবিশ্ববিদ্যালয়।
০১৭১১-৯৪২২১২