Monthly Archives: August 2014

পাবিপ্রবি ভিসির আমেরিকান কেমিক্যাল সিম্পোজিয়ামে অংশগ্রহন

পাবিপ্রবি ভিসির আমেরিকান কেমিক্যাল সিম্পোজিয়ামে অংশগ্রহন

ANC-1

(১৯/০৮/২০১৪)ঃ আমেরিকান কেমিক্যাল সোসাইটি কর্তৃক গত ১০-১৪ আগষ্ট -২০১৪ ইং চারদিনব্যাপী যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোতে অনুষ্ঠিত এশিয়া-আমেরিকা কেমিক্যাল সিম্পোজিয়ামে ডিষ্টিংগুইট স্পিকার হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. আল-নকীব চৌধুরী অংশগ্রহন করেন। “টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তায় কেমিক্যালস এর ব্যবহার” শীর্ষক এই আন্তর্জাতিক সিম্পোজিয়ামে এশিয়া-পেসিফিক অঞ্চল থেকে মাত্র ছয়জন বিশিষ্ট বিজ্ঞানী ডিষ্টিংগুইট স্পিকার হিসেবে অংশগ্রহণের বিরল সম্মানের অধিকারী হন। যার একজন ছিলেন বিশিষ্ট রসায়ন বিজ্ঞানী প্রফেসর ড. আল-নকীব চৌধুরী। সারা পৃথিবীর নোবেল লোরিয়েট, রসায়নবিজ্ঞানী, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এই প্রেষ্টিজিয়াস সিম্পোজিয়ামে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল এর ব্যবহার থেকে কিভাবে বিশ্ববাসীকে মুক্ত করা যায় এই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার ফলাফল চিহ্নিত করে সুপারিশমালা আকারে তুলে ধরাই ছিল এই সিম্পোজিয়ামের মূল উদ্দেশ্যে। উক্ত সিম্পোজিয়ামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের রসায়ন ন্যানো টেকনোলজি ব্যবহার করে প্রচলিত ক্ষতিকর কেমিক্যালস থেকে খাদ্য নিরাপদ করার সুপারিশের বিষয়টি সিম্পোজিয়ামে অংশগ্রহনকারী বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচিত হয়। এতে প্রফেসর ড. আল-নকীব চৌধুরী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে উপস্থিত বিশেষজ্ঞদের কৌতুহলের জম্ম নেয়। ফলে সিম্পোজিয়ামে পাবনা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, গবেষণা কার্যক্রমসহ বিস্তারিত তথ্য তুলে ধরার সুযোগ পান মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আল-নকীব চৌধুরী মহোদয়।।#

বার্তা প্রেরক
(মোঃ ফারুক হোসেন চৌধুরী)
পাবলিক রিলেশন অফিসার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মোবাইল-০১৭১১৯৪২২১২
pro_pstu@yahoo.com